Logo

অপরাধ ছাড়া কাউকে জেলে পাঠানোর পক্ষপাতী নই: রুহুল আমিন

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২৫ নভেম্বর, ২০২৫, ১১:০১
12Shares
অপরাধ ছাড়া কাউকে জেলে পাঠানোর পক্ষপাতী নই: রুহুল আমিন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো তাফসিরুল কুরআন মাহফিল। সোমবার চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় সমাবেশে নানা এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ড. তৌফিকুল ইসলাম।

মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

বক্তব্যে রুহুল আমিন বলেন, সমাজে ন্যায় ও সাম্যের ভিত্তি গড়ে তুলতে হলে মুত্তাকীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি ইমামদের বেতনে বৈষম্য দূর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানির যে প্রবণতা সমাজে দেখা যায়, আমরা সেটির পরিবর্তন চাই। জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে। ভোট চুরির রাজনীতি বন্ধ হওয়া জরুরি। অপরাধ ছাড়া কাউকে জেলে পাঠানোর পক্ষপাতী নই।

মাহফিলের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির হাফেজ মাওলানা আমির হামজা। তিনি তাফসির উপস্থাপন করতে গিয়ে বলেন, পিতা-মাতার প্রতি অবাধ্যতা ইসলামে কঠোরভাবে নিষেধ। আল্লাহর মহিমা অস্বীকার করলে কিয়ামতের দিন তাঁর কাছে জবাবদিহি করতে হবে। সত্য প্রতিষ্ঠার ডাক দিলে মুশরিকরা ক্ষুব্ধ হয়— ইতিহাসে বদর যুদ্ধই এর বড় উদাহরণ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা ফারুক এহসান, বিটিভির আলোচক হুসাইন আহমেদ মাহফুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্কসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD