বিএনপি ক্ষমতায় আসলে বেকার ভাতা চালু করা হবে: আনিসুল হক

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ‘দেশে জনসংখ্যা যেমন বাড়ছে, সেভাবে জনসম্পদে রূপান্তরের উদ্যোগ কাঙ্ক্ষিতভাবে নেওয়া হচ্ছে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বেকারদের জন্য বেকার ভাতা চালু করা হবে।’
বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি’র এই নেতা বলেন, ‘হাওরাঞ্চলের বেকারত্ব দূর করতে কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন অপরিহার্য।
আরও পড়ুন: ছাত্রীর মাথা ফাটালেন প্রধান শিক্ষক!
বিজ্ঞাপন
প্রতিবছর অকাল বন্যায় কৃষকের ফসল পানির নিচে তলিয়ে যায়, সর্বস্ব হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়ে। তাই হাওরের কৃষকদের ফসল রক্ষায় টেকসই ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।’
এর আগে জয়শ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল এসে বাজারে জড়ো হয়।
জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তারিকুল ইসলাম শান্তের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন— ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত ও জুলফিকার আলী ভুট্টো, সদস্য আফজাল হোসেন স্বপন, জাহাঙ্গীর বিন রফিক, তাহিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।







