Logo

হিমালয়ের হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২৫ নভেম্বর, ২০২৫, ১০:৪৯
12Shares
হিমালয়ের হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়
ছবি: সংগৃহীত

হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দ্রুত বাড়ছে। গত কয়েকদিন ধরে বইছে হিমেল হাওয়া, সঙ্গে প্রচণ্ড আর্দ্রতা—সব মিলিয়ে জেলায় এখন পুরোপুরি শীতের আবহ বিরাজ করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের অন্যতম কম তাপমাত্রা হিসেবে ধরা হচ্ছে।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, আর গতিবেগ ছিল ঘণ্টায় ৭–৮ কিলোমিটার। ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

বিজ্ঞাপন

এর আগের দিন সোমবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

অন্যদিকে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন সর্বোচ্চ ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। দিন–রাতের তাপমাত্রার এই বড় পার্থক্যই শীতের প্রকোপকে আরও তীব্র করছে।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ডিসেম্বরের শুরুতেই শীত আরও জেঁকে বসবে এবং শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD