দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির এমডি অবরুদ্ধ

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দ্বিবার্ষিক নির্বাচনের দাবিতে টানা আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে চিনিকল এলাকা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে বেলা ১০টার দিকে শ্রমিকরা মিলের জেনারেল অফিসের সামনে অবস্থান নিয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এ সময় দুই পক্ষের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উপস্থিত পুলিশ ও সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
এর আগে গত এক বছরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। একজন শ্রমিক নেতার বদলিকে কেন্দ্র করে ২০২৩ সালের মার্চে নির্ধারিত নির্বাচন কেরু কর্তৃপক্ষ বাতিল করলে শ্রমিকরা হাইকোর্টে রিট করেন। এরপর আদালত নির্বাচন অনুষ্ঠানের পক্ষে রায় দেয় এবং শ্রম অধিদপ্তরও কয়েক দফা পরিদর্শন শেষে নির্বাচন আয়োজনের সুপারিশ করে। তবুও নির্বাচন না হওয়ায় শ্রমিকদের ক্ষোভ চরমে পৌঁছায়।
এই প্রতিবেদন পাঠানোর সময় (বেলা আড়াইটা) পর্যন্ত এমডি রাব্বিক হাসান অবরুদ্ধ অবস্থাতেই ছিলেন। এ বিষয়ে তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমি কেরু অ্যান্ড কোম্পানির সদর দপ্তরকে অবহিত করেছি। তারা যে সিদ্ধান্ত দেবে, আমি সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”








