নেত্রকোণায় নিরাপত্তা ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন

নেত্রকোণায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে আলোচিত নূর মোহাম্মদ হত্যা মামলার দ্রুত বিচার ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে নিহতের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের বাবা ও মামলার বাদী মোফাজ্জল হোসেন, চাচা রফিক মিয়া, মা মনোয়ারা আক্তার, অন্তঃসত্ত্বা স্ত্রী তানজিন আক্তার ও নূসরাত সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
বিজ্ঞাপন
স্বজনরা অভিযোগ করেন, দাবিকৃত চাঁদা না দেওয়ায় মাতু মিয়া, মঈজ উদ্দিন, আসিফ, শানু মিয়াসহ অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদকে হত্যা করা হয় এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর মামলায় কয়েকজন গ্রেপ্তার হলেও বিবাদীপক্ষ নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ভিকটিমের পরিবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি জানান।
বিজ্ঞাপন








