বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলবাড়ীয়া বিএনপির মিলাদ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর)মাগরিব নামাজ পর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল গভীর আবেগ ও ব্যতিক্রমী উদ্দীপনা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন তিনি গণতন্ত্রের আপোষহীন প্রতীক। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অপরিহার্য। নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক,উপজেলা বিএনপির সদস্য এডভোকেট হুমায়ুন কবির,লিয়াকত আলী সরকার,রফিকুল ইসলাম মাখনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় স্থানীয় মুসল্লি, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।








