Logo

কারাবন্দী যুবলীগ নেতা বিএনপি নেতার জানাজায় যোগ দিলেন

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
২৮ নভেম্বর, ২০২৫, ১২:২৮
10Shares
কারাবন্দী যুবলীগ নেতা বিএনপি নেতার জানাজায় যোগ দিলেন
ছবি: সংগৃহীত

বড় ভাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছামিউল হক সওদাগর ছানু’র মৃত্যুর ঘটনায় কারাগার থেকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় অংশ নেন জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর তিনটায় জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বড় ভাইয়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে বিকেল ৬টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

শেষবারের মতো বড় ভাইয়ের মুখ দেখা ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। এরপর আদালতের অনুমতি সাপেক্ষে পুলিশ পাহারায় নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়ায় জানাজার জন্য নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর তার বড় ভাইয়ের জানাজায় অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। জানাজা শেষে তাকে নির্ধারিত সময়েই আবার কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে রিপন হত্যা ও নাশকতার ঘটনায় মামলা রয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কারাবন্দী যুবলীগ নেতা বিএনপি নেতার জানাজায় যোগ দিলেন