Logo

জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা-গুলিবর্ষণ, অর্ধশতাধিক আহত

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২৭ নভেম্বর, ২০২৫, ২০:০৫
55Shares
জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা-গুলিবর্ষণ, অর্ধশতাধিক আহত
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের প্রচারণা অনুষ্ঠানে দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। হামলায় তাদের গাড়ি এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নাম-ঠিকানা জানা যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই দিন আগে স্থানীয় বিএনপি নেতা মক্কেল মৃধা ও তার অনুসারীরা চর গড়াগড়ি এলাকার জামায়াত কর্মীদের মারধর করেছিলেন। এই ঘটনার পর বৃহস্পতিবার জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ও তার সমর্থকরা চর গড়াগড়ি আলহাজ্ব মোড়ে পৌঁছালে মৃধাপাড়ার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় অধ্যাপক মন্ডল সামান্য আহত হলেও তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

অধ্যাপক আবু তালেব মন্ডল সাংবাদিকদের জানান, আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় সেখানে গিয়েছিলাম, কিন্তু বিএনপির সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। আমার গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম আব্দুন নুর সাংবাদিকদের বলেন, আপনারা স্পষ্টে আসুন, আমরা স্পষ্টেই আছি। স্পটে ছাড়া কিছুই বলা যাবে না। বক্তব্য নিতে হলে আরও দুই ঘণ্টা পর যোগাযোগ করতে হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বহুবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD