Logo

আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কমিটি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
জামালপুর
৮ নভেম্বর, ২০২৫, ২০:৩৬
361Shares
আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কমিটি ঘোষণা
সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক সাইদুর । ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী সংগঠন আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুস সাকিব ও স্থায়ী সদস্য মেজবাহ তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ হাবিবুর রহমানকে সভাপতি মোঃ সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন - সহ-সভাপতি আশিকুর রহমান রানা, এনামুল হাসান , নাজমুল রানা,যুগ্ম সাধারন সম্পাদক জিহান হাসান স্বপ্ন , মনির হোসেন সাংগাঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান বিপুল, নারী সম্পাদক ইসরাত জাহান এ্যানি, সহ নারী সম্পাদক মেহেনাজ মীম, শিক্ষা সম্পাদক প্রভাষক মোঃ পাবেল মিয়া, প্রচার সম্পাদক সাংবাদিক রিপন রাজ, ধর্ম সম্পাদক এবিএম কামরুজ্জামান, স্বাস্থ্য ও রক্তদান সম্পাদক মোঃ হাসানুর রহমান হিরা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোবাশ্বির হোসাইন রাকিব, যোগাযোগ সম্পাদক মশিউর রহমান স্বাধীন, আইন সম্পাদক আব্রাহাম লিংকন, পরিবেশ সম্পাদক মমিন আব্দুল্লাহ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুমন রানা, ক্রীড়া সম্পাদক মোঃ শাহিন মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কবি এরশাদ জাহান, সমাজ কল্যাণ সম্পাদক সোহানুর রহমান লেবু, ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল শিহাব, সাংস্কৃতিক সম্পাদক নুর আল জান্নাত শাকিল,সহ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান,রহমত আলী হাসান, মিলন কবির প্রমুখ।

নব দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়া আমার জন্য এক বিশেষ সম্মান। রক্তদানসহ সকল স্বেচ্ছাসেবী কার্যক্রমে নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে কাজ করে মানবতার সেবায় সংগঠনকে এগিয়ে নিতে চাই ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আগামী (২০২৫-২০২৬ ) ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য: ' তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালে জামালপুরে বকশীগঞ্জে রক্তদান সহ সামাজিক ও মানবিক কাজ শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD