ভাল হতে পয়সা লাগে না, খারাপ হতে পয়সা লাগে: ইকবাল

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে দলীয় মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিশাল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন সড়কে বাদ্য-বাজনা, ইকবালের ছবি, ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল করেন তারা। পরে উপজেলা ডাক বাংলো মাঠে বিশাল সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। আয়োজকদের দাবি, সমাবেশে প্রায় দশ হাজার নেতা-কর্মী অংশ নেন।
মনোনয়নপ্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি।
বিজ্ঞাপন
সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের সময়ে বিএনপির হাজারো নেতাকর্মী মামলা-হামলা ও জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। সেই দুর্দিনে আন্দোলন-সংগ্রামে সর্বদা নেতাকর্মীদের পাশে ছিলেন শেখ মজিবুর রহমান ইকবাল। মামলা-হামলা উপেক্ষা করে তিনি বিএনপিকে উজ্জীবিত রেখেছেন। তাই এ আসনে তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে নেতাকর্মীরা তা মেনে নেবেন না। দলের বাইরে জোটের কোনো প্রার্থীকেও তারা প্রত্যাখ্যান করবেন বলে ঘোষণা দেন।
মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, ‘দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইকবাল ভাই যোগ্য লোক—মনোনয়ন তাঁরই হোক’, ‘এ আসনে প্রার্থী যাঁরা—ইকবাল ভাই সবার সেরা’ ইত্যাদি।
সমাবেশে সভাপতির বক্তব্য দেন শেখ মজিবুর রহমান ইকবাল।তিনি বলেন, ভালো হতে পয়সা লাগে না, খারাপ হতে পয়সা লাগে। তাই তিনি আহ্বান করেন—জিয়ার আদর্শের সৈনিক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। এছাড়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুজতবা আলী জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব ফাইজুল হক টিটুসহ অনেকে বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রেমিক খুন
বক্তারা বলেন, দুই যুগের বেশি সময় ধরে শেখ মজিবুর রহমান ইকবাল বাজিতপুর–নিকলী অঞ্চলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। ফ্যাসিস্ট আমলের ১৬ বছরের দমন-পীড়নে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছেন, সংকটে সহায়তা দিয়েছেন। তাই তাকে মনোনয়ন না দিলে নেতাকর্মীরা গ্রহণ করবে না।
উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করলেও কিশোরগঞ্জ-১ এবং কিশোরগঞ্জ-৫ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা মিত্র রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিবেচনায় রেখে এ দুটি আসন বরাদ্দ রাখা হয়েছে।








