Logo

বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:০৯
12Shares
বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধায় উপজেলার রাধানগর এলাকায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

মেহেদী হাসান পলাশ বলেন, যখন সারা পৃথিবী বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন বেগম জিয়া একা দেশের হাল ধরেছিলেন। তিনি ছিলেন এই জাতির দুঃসময়ের ভরসা। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। রাষ্ট্রক্ষমতার স্বার্থে কোনোদিন আপোষ করেননি। আজ তিনি হাসপাতালের বেডে শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন—এ দৃশ্য সমগ্র জাতির জন্য কষ্টের। আমরা সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন এই আপোষহীন নেত্রীকে সুস্থতা দান করেন এবং তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আবার উন্মুক্ত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা, জেলা বিএনপির সহ–আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য সালে মুসা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের জীবন্ত প্রতীক। তার প্রতি যে অবিচার হচ্ছে, তা জনগণ কোনোদিন মেনে নেবে না। আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করছি এবং তার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরি সেলিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ।

এছাড়া বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD