স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ইভা (২০) নামের এক গৃহবধূ কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী সাকিব মিয়ার বিরুদ্ধে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইভা ওই গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। আর ঘাতক স্বামী সাকিব একেই উপজেলা নারান্দি ইউনিয়নে আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
জানা যায়, আগরপাট্টা গ্রামের সাকিব তিন বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন ছয়চির গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে ইভা। তাদের একটি ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ইভা তার বাবার বাড়িতেই থাকতো।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছয়চিরের শশুর বাড়িতে যায় সাকিব। সেখানে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সে। পরে আশেপাশের লোকজন ইভাকে উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপা তালে রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।








