Logo

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

profile picture
উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:২৪
8Shares
মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন
ছবি: সংগৃহীত

‎‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বিলকিস বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আনুমানিক দুপুর ৩টা ৩০ মিনিটে উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায়। নিহত বিলকিস বেগম ওই এলাকার বাসিন্দা মো: নজরুল ইসলাম (ওড়ন মিয়া)’র স্ত্রী এবং কাদির মিয়ার কন্যা।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের খাবার শেষে বিলকিস বেগম ঘরের বাইরে প্লেট ধোয়ার জন্য বের হলে তার অপ্রকৃতস্থ ছেলে মো: তামিম মিয়া (২৪) বসতঘর থেকে একটি বটি নিয়ে এসে আকস্মিকভাবে তার মায়ের মাথা, কপাল ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

‎ঘটনার সংবাদ পেয়ে অষ্টগ্রাম থানা থেকে এসআই মো: মোজাম্মেল খান ও এসআই একেএম মোশাররফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মো: তামিম মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

‎বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD