গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ, আ.লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, পুলিশের অভিযানের আশঙ্কায় তিনি দোতলার ছাদ থেকে নিচে পড়ে যান।
বিজ্ঞাপন
মৃতের ভাই কাজী শিপলু জানান, সন্ধ্যার দিকে কোতোয়ালি থানা পুলিশ রাজুর বাসায় অভিযানে যায়। এ সময় পুলিশ সদস্যরা বাসার গেটে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রাজু বাসায় নেই—এমন তথ্য জানানো হলে পুলিশ সেখান থেকে ফিরে যায়। তবে বিষয়টি বুঝতে না পেরে গ্রেপ্তারের আশঙ্কায় রাজু দোতলার ছাদ থেকে নিচে লাফ দেন। এতে তিনি বারান্দার সঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই বাসায় গিয়েছিল। কলাপসিবল গেটে নক করার পর রাজু বাসায় নেই—এমন তথ্য পেয়ে পুলিশ সদস্যরা সেখান থেকে ফিরে আসেন।
তিনি আরও জানান, পরবর্তীতে পুলিশ জানতে পারে যে রাজু আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।








