বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তের আগুন, মারা গেলেন মেয়ে স্মৃতি

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তার দুই কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সর্বশেষ বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৭ বছর বয়সী স্মৃতি আক্তার মারা যান। তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে, গত ১৯ ডিসেম্বর রাতে ওই অগ্নিকাণ্ডে তার ছোট বোন ৮ বছর বয়সী আয়েশা আক্তার বিনতি ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেন নিজেও। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ঘটনার দিন দুর্বৃত্তরা বাড়ির দরজায় তালা লাগিয়ে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরসহ ঘরের ভেতরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বিজ্ঞাপন
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করে বলেন, আগুনে দুই কন্যার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাধারণ মানুষ গভীর শোক প্রকাশের পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








