Logo

দিপু হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৬

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩৭
2Shares
দিপু হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার ছয়জনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর জেলার শিবচর এলাকার মো. মাসুম খালাসী (২২), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সেলিম মিয়া (২২), ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মো. শামীম মিয়া (২৮), ময়মনসিংহ সদর উপজেলার নূর আলম (৩৩), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার রুহুল আমিন (৪২) এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার তাকবির (২২)।

নিহত দিপু চন্দ্র দাস (২৭) ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিপু চন্দ্র দাস গণপিটুনিতে নিহত হন। পরে উত্তেজিত শ্রমিক ও জনতা তার লাশ মহাসড়কে নিয়ে গিয়ে অবরোধ সৃষ্টি করে এবং লাশে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে এবং লাশ উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৪০-১৫০ জনকে আসামি করে মামলাটি করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ, ধারণকৃত ভিডিও এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভালুকা থানা পুলিশের যৌথ অভিযানে ভালুকার হবিরবাড়ী এলাকা থেকে গত শুক্রবার রাতে তিনজন, শনিবার রাতে দুজন এবং বুধবার রাতে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে স্লোগানের মাধ্যমে উৎসুক জনতাকে উসকানি দিয়ে মব তৈরি করে হত্যাকাণ্ড সংঘটিত করেন এবং লাশ ঝুলিয়ে আগুন দেওয়ার বিষয়েও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তার ছয়জনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD