মুন্সীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মাইক্রোবাসে ডাকাতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনায় যোগ দিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস ডাকাতির কবলে পড়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের ওই মাইক্রোবাসটি মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় ডাকাতির শিকার হয়। এ সময় মাইক্রোবাসে থাকা সবকিছু লুটপাট করা হয়। ডাকাতদের প্রতিহত করতে গিয়ে কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুবুল আলম মুন্সি ও যুবনেতা মাহবুব, কৃষক দলের নেতা ইলিয়াস, ইউনিয়ন বিএনপির সদস্য ফারুক, চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য টিংকু, লক্ষ্মীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এবং বিএনপি নেতা ফারুক।
বিজ্ঞাপন
পরে আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।








