Logo

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযান

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৮
5Shares
লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযান
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাপড় এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনে ও রাতে একযোগে বিভিন্ন বিওপি এবং ব্যাটালিয়ন সদর থেকে একাধিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে আনা মালামাল গোপনে সংরক্ষণ করে কুড়িগ্রাম এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার দিকে পাচার করা হবে।

বিজ্ঞাপন

এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয় এবং সম্ভাব্য চলাচল রুটে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ভেতর থেকে ২ হাজার ৫১১ কেজি ভারতীয় জিরা ও ১৮০টি ভারতীয় শাল-চাদর জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ ৭১ হাজার টাকা।

এছাড়া অধীনস্থ চারটি বিওপির পৃথক তিনটি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৩ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এসব মাদকের সিজার মূল্য এক লাখ এক হাজার পাঁচশ টাকা বলে জানায় বিজিবি।

বিজ্ঞাপন

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এতে সরকার রাজস্ব হারায় এবং সীমান্ত এলাকায় অপরাধচক্র সক্রিয় হয়। এসব অপতৎপরতা রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD