সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।
বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো পর্যটকের হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন নির্বাপণের কাজ চলছে এবং জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ওই সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না।
বিজ্ঞাপন
এদিকে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জাহাজে আর কেউ ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।








