মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা কৃষিবিদ পলাশের আবেগঘন বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় আবেগঘন বক্তব্য দিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজ আমার জীবনের একটি ব্যক্তিগতভাবে কষ্টের দিন। মন চাইলেও বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। তবুও গভীর গর্বের সঙ্গে বলতে চাই—আমি একটি আদর্শিক, সংগ্রামী ও গণতান্ত্রিক দলের একজন কর্মী। দল আমার কাছে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে, দলই আমার রাজনৈতিক পরিচয়।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া দিকনির্দেশনাই তাঁর রাজনীতির একমাত্র পথনির্দেশক। তাঁর নেতৃত্বে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে ভবিষ্যতের রাজনীতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
মেহেদী হাসান পলাশ বলেন, “মনোনয়ন না পাওয়া মানেই পিছিয়ে যাওয়া নয়। অনেক সময় এটি আত্মত্যাগের আরও বড় পরীক্ষার নাম। দলের জন্য ত্যাগই প্রকৃত শক্তি—আমি সেটিই বিশ্বাস করি।”
নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমি পদ-পদবির রাজনীতি করি না, আমি মানুষের রাজনীতি করি। ক্ষমতার মোহ নয়, জনগণের ভালোবাসাই আমার রাজনীতির মূল প্রেরণা। অতীতের মতো আগামীতেও সুখে-দুঃখে, বিপদে-আপদে মানুষের পাশে থাকব।”

আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামনের সারিতে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, দলের পতাকা উঁচু করে ধরাই তাঁর দায়িত্ব ও অঙ্গীকার। দলীয় শৃঙ্খলা, ঐক্য এবং নেতৃত্বের প্রতি আনুগত্যই একজন প্রকৃত রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও এলাকার সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহেদী হাসান পলাশ বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থা আমাকে আরও শক্ত ও দায়িত্বশীল করেছে। ইনশাআল্লাহ, দল ও দেশের যে কোনো প্রয়োজনে অতীতের মতোই নিষ্ঠা, সততা ও সাহস নিয়ে পাশে থাকব।”
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে সমষ্টিগত লক্ষ্যই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য। বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ থেকে একদিন গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধার করা সম্ভব হবে—এই বিশ্বাস নিয়েই তিনি রাজনীতির পথচলা অব্যাহত রাখবেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








