Logo

দলকে আগেই জানিয়ে রেখেছিলাম: রুমিন ফারহানা

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩৬
12Shares
দলকে আগেই জানিয়ে রেখেছিলাম: রুমিন ফারহানা
রুমিন ফারহানা | ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আগেই বিএনপির হাইকমান্ডকে জানিয়েছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার শক্তি ও সাহসের উৎস হলো এলাকার মানুষ, ভোটার এবং কর্মী-সমর্থকরা। তাই আমি তাদের মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই। আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি আগেই দলের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছেন—আপনি যদি নির্বাচন না করেন, আমাদের অভিভাবকশূন্য হয়ে যাবে। সেখান থেকেই আমার নির্বাচনের সিদ্ধান্ত এসেছে। এটা আমার একক সিদ্ধান্ত নয়, নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নেয়া।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো, এই বিষয়টি দলকে আগেই জানিয়ে রেখেছিলাম।

রুমিন ফারহানা বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত কোনো লুকোচুরি বা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। আমি আমার দলের সঙ্গে বিষয়টি জানিয়ে দিয়েছি। দল তাদের মতো সিদ্ধান্ত নেবে, আমি আমার মতো করে সিদ্ধান্ত গ্রহণ করেছি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এ আসনটি বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছাড় দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD