নেত্রকোণার মদনে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

নেত্রকোণার মদন উপজেলার কদমশ্রী গ্রামে হাওর থেকে শাওন ভূইয়া (১৬–১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাওন ভূইয়া কদমশ্রী গ্রামের দুলাল ভূইয়ার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা হাওরে একটি লাশ ভাসতে দেখে মদন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, উদ্ধারকৃত মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






