ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহিন হোসেন প্রিন্স

ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী মানবেন্দ্র দেব-এর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কাপাসিয়া উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহিন হোসেন প্রিন্স বলেন, “দেশে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা ছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা যাবে না। দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবেশ এখনো তৈরি হয়নি।”
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, লুট হয়ে যাওয়া অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের কার্যকর ও দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এ বিষয়ে জরুরি ভিত্তিতে জোরালো তৎপরতা প্রয়োজন।
রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, এবারের নির্বাচনের শুরুতেই সাম্প্রদায়িকতা, শক্তি প্রদর্শন ও নীতিহীনতা ভয়াবহ রূপ নিয়েছে। “এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না, বরং প্রশাসনিক কারসাজির সুযোগ আরও বাড়বে,”—যোগ করেন তিনি।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। এর মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা সম্ভব। তবে এখনো নানা অপশক্তি সক্রিয় রয়েছে, যারা এই গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। এসব অপশক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তি ও সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
গাজীপুর-৪ আসনে সিপিবির প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, তরুণ কমিউনিস্ট নেতা মানবেন্দ্র দেব কাস্তে মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং আজ তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বামপন্থীরা সমাজ পরিবর্তনের যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সংসদে গিয়েও সেই সংগ্রামকে এগিয়ে নিতে চায়।
রুহিন হোসেন প্রিন্স বলেন, “দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ ব্যবসায়ী ও কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। এই অবস্থার অবসান না ঘটাতে পারলে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।” তাঁর মতে, এবারের নির্বাচনে সাধারণ মানুষের সামনে সুযোগ এসেছে তাদের স্বার্থের প্রকৃত প্রতিনিধিকে নির্বাচিত করার।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র দাখিলের পর প্রতিক্রিয়ায় প্রার্থী মানবেন্দ্র দেব বলেন, দেশে বর্তমানে একটি অশান্ত পরিবেশ বিরাজ করছে এবং মানুষ শান্তি চায়। তিনি বলেন, দেশের অর্থনীতি ও রাজনীতিতে দুর্বৃত্তায়ন রুখে দাঁড়ানো ছাড়া বর্তমান সংকট থেকে মুক্তির কোনো পথ নেই। ছাত্রজীবন থেকেই তিনি এই লক্ষ্য অর্জনের সংগ্রামে যুক্ত আছেন এবং জনগণের সমর্থন পেলে জাতীয় সংসদে নীতি-নিষ্ঠ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন।








