Logo

চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সৈয়দ হাসান আজহারী

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৯
8Shares
চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সৈয়দ হাসান আজহারী
মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৈয়দ হাসান আজহারী। ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বৃহত্তর সুন্নী জোটের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৈয়দ হাসান আজহারী। তিনি জোটের মনোনীত প্রতীক ‘মোমবাতি’ নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন আজহারী। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর সুন্নী জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সমর্থক।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ হাসান আজহারী বলেন, আমরা শান্তির প্রতীক ‘মোমবাতি’ নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাব। চট্টগ্রাম-৮ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে বৃহত্তর সুন্নী জোট ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে এই জনপদের মানুষ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বৃহত্তর সুন্নী জোটের ব্যানারে আজহারীর অংশগ্রহণ চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে ধর্মীয় ভোট ও জোটের অনুসারীদের ঐক্যবদ্ধ অবস্থান অন্য প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন দলের প্রার্থীরাও তাদের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD