কুমিল্লায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। ভোর থেকে সকাল পর্যন্ত এমন কুয়াশা পড়ছে, যা দূর থেকে দেখলে যেন বৃষ্টির মতো ঝরছে বলে মনে হচ্ছে। চারদিক ঢেকে যাচ্ছে সাদা চাদরে, মিলছে না দিগন্তের রেখা।
বিজ্ঞাপন
ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সড়কে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়েছে, বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। অনেক স্থানে হেডলাইট জ্বালিয়েও সামনে দেখা যাচ্ছে না কয়েক হাত দূরত্ব। ভোরের কাজে বের হওয়া মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে।
কৃষিখাতেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। মাঠে কাটা ধান শুকাতে পারছেন না কৃষকরা। সূর্যের দেখা না পাওয়ায় ধান, খড় ও অন্যান্য ফসল ভিজে থাকছে দীর্ঘ সময়। এতে নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে বলে জানান স্থানীয় কৃষকেরা।
আরও পড়ুন: ঢাকায় কুয়াশা বর্ষণ, আজও থাকবে শীতের দাপট
বিজ্ঞাপন
বয়স্ক ও শিশুরা সর্দি-কাশি, জ্বরসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
এক সবজি বিক্রেতা রিপন মিয়া বলেন, সকালবেলায় বাজারে সবজি নিয়ে আসলাম কিন্তু এখনো বিক্রি করতে পারি নাই। কুয়াশার কারণে সকাল সকাল কেউ বাজারে আসতে চায় না। তাই বিক্রিও হচ্ছে না।
এ বছর কুয়াশার ঘনত্ব আগের তুলনায় অনেক বেশি। বৃষ্টি না হয়েও যেন প্রতিদিন কুয়াশার বৃষ্টিতে ভিজছে ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষ। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








