Logo

কুষ্টিয়ার বড়বাজার তহ মার্কেটে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২ জানুয়ারী, ২০২৬, ১৫:০৯
12Shares
কুষ্টিয়ার বড়বাজার তহ মার্কেটে আগুন
ছবি প্রতিনিধি।

কুষ্টিয়া শহরের বড়বাজার তহ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১২টায় তহ মার্কেটের নিউ সাদিয়া ট্রেডার্স নামের একটি কসমেটিক্স এর গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হগোডাউনটিতে মনোহারি, কসমেটিক্স ও খেলনাসহ বিভিন্ন ধরনের মালামাল মজুত ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ফায়ার স্টেশনের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD