Logo

আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব : রুমিন ফারহানা

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২ জানুয়ারী, ২০২৬, ১৫:১১
8Shares
আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব : রুমিন ফারহানা
রুমিন ফারহানা । ছবি: সংগৃহীত

বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা পাওয়ার পর বলেছেন, দল যদি মনে করে আমার সেবার আর প্রয়োজন নেই, আমি সেটাও মেনে নিলাম। আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে জমা দেওয়া ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, দলের প্রতি তার কোনো ক্ষোভ নেই। তিনি বিগত ১৭ বছর দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক কিছু অভিযোগের বিষয়েও নজর রাখবেন এবং যদি নির্বাচনী প্রচার বা নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) এবং রুমিন ফারহানা (হাঁস প্রতীক) রয়েছে। রুমিন ইতিমধ্যে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরে গণসংযোগ শুরু করেছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD