Logo

হলফনামা ও সমর্থকের তথ্য জটিলতায় কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
৩ জানুয়ারি, ২০২৬, ১৫:২১
হলফনামা ও সমর্থকের তথ্য জটিলতায় কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

১৬৫ কিশোরগঞ্জ-৪(ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম), ১৬৬ কিশোরগঞ্জ-৫(নিকলী-বাজিতপুর) ও ১৬৭ কিশোরগঞ্জ-৬ ( ভৈরব-কুলিয়ারচর), আসনে মোট ২৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে মোট ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। আর ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এ তথ্য জানান।

কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহীন রেজা চৌধুরী হলফনামায় স্বাক্ষর না করায়, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লার ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায়, স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবিরের ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী খাইরুল ইসলাম ঠাকুরের হলফনামা সঠিক ফরম্যাটে দাখিল না করার কারণে মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক নেতা মো: রুকন রেজা শেখসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৫ আসনে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) শেখ মুজিবুর রহমান ইকবাল তাঁর মেরিন আদালতে মামলা সংক্রান্ত তথ্য গোপন ও রাষ্ট্র সংস্কার আন্দোলন (যা নিবন্ধিত নয়) এ.এইচ.এম কাইয়ুমের (হাসনাত কাইয়ুম) ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ রমজান আলীসহ ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা তাঁর বাবার গড়া জাতীয় দল বিলুপ্ত করে সম্প্রতি বিএনপিতে যোগদান করেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ-৬ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী নজরুল ইসলাম সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়ার সম্ভাব্য অর্থ প্রাপ্তি, সম্পদ ও দায়ের তথ্য অসম্পূর্ণ থাকায়, জাতীয় পার্টি মোহাম্মদ আয়ুব হোসেন সম্পদ ও দায় এবং বার্ষিক আয়ের বিবরণীতে তথ্য না দেয়ায়, স্বতন্ত্র প্রার্থী শরীফুল হক জয়ের ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে। এ আসনে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির প্রার্থী মোঃ শরীফুল আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মূছা খানসহ ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

এ সময় পুলিশ সুপার,জেলা নির্বাচন কর্মকর্তা,সহকারী রিটার্নিং কর্মকর্তা,দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা,প্রস্তাবকারী,প্রার্থী ও তাদের সমর্থক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, জেলার ছয়টি আসনের মধ্যে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ-৪,৫ ও ৬ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়।যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD