Logo

চট্টগ্রাম-৫ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩ জানুয়ারী, ২০২৬, ১৭:০০
8Shares
চট্টগ্রাম-৫ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফরজানা ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এই তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা যাচাইয়ের পর অসঙ্গতি ধরা পড়েছে। দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত দশজন ভোটারের তথ্য পরীক্ষা করা হলে কয়েকজনের স্বাক্ষর মিল না থাকার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

শাকিলা ফরজানা হলেন বিএনপি নেতা ও সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কন্যা। এস এম ফজলুল হকও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এ ঘটনায় আরও জানা যায়, স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। তার দলীয় মনোনয়নপত্রে প্রদত্ত স্বাক্ষর নির্বাচন কমিশনের পাঠানো দলীয় স্বাক্ষরের সঙ্গে মেলেনি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই প্রক্রিয়া চলমান এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সকল প্রার্থীর তথ্য সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD