চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে এমএ, হান্নানের স্বাতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৪ ফরিদগঞ্জ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী এম, এ হান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন, চাঁদ্পুর জেলা প্রশাসকের ডিসি, ও জেলার রিটার্নিং অফিসার।
বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) দুপুর দুই টায়, চাঁদপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
এই সময় আলহাজ এম,এ হান্নান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করেন এবং তিনি গণমাধ্যমকে বলেন, আমি ১৮, ১৮ এবং ২৬ সালেও আমার মনোনয়নপত্র বৈধ হয়েছিল তা আমার দলের লোকই আমার দুই, দুইবার আমার মনোনয়নপত্র মামলার মাধ্যমে বাতিল করেছিল। তবে এই বছর আমি আশা করি কেউ যেন কারোর বিরুদ্ধে কোন মিথ্যা অপবাদ না দেয় আমিও কারোর বিরুদ্ধে কোন মামলা হামলা বা কাউকে কোনো অপবাদ দিব না যেহেতু আমরা দুজনেই দলের লোক, হারজিত অবশ্যই আছে।
বিজ্ঞাপন
তিনি এ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন, যদি আমি নির্বাচিত হতে পারি ফরিদগঞ্জকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে আমার একমাত্র নির্বাচনী অঙ্গীকার। এই সময় আলহাজ্ব এম, এ হান্নানের পক্ষে তার শত, শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








