Logo

‎লক্ষ্মীপুরে তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
৩ জানুয়ারী, ২০২৬, ১৯:২৩
9Shares
‎লক্ষ্মীপুরে তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম তোফায়েল আহম্মদ (৪৫)। পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায়।

বিজ্ঞাপন

নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা এবং মৃত সৈয়দ আহম্মদের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তোফায়েলের সঙ্গে তার তিন ভাই—তাহের আহমদ, তাজল ইসলাম ও নজির আহমদের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।

গত শুক্রবার (২ জানুয়ারি) সকালে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তোফায়েলকে একা পেয়ে লাঠি দিয়ে মারধর করেন তার ভাইয়েরা।

বিজ্ঞাপন

মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরার পথে আবারও অভিযুক্তদের হামলার শিকার হন বলে পরিবারের অভিযোগ। পরে গুরুতর অবস্থায় তাকে পুনরায় সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ভাইকে আটক করে। নিহতের পরিবার এ ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে এবং অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার পর বাঞ্চানগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD