সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ ৩ পর্যটক ছাড়তে মুক্তিপণ দাবি

সুন্দরবনে ঘুরতে এসে একটি দস্যু বাহিনীর হাতে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহৃত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার সুন্দরবন সংলগ্ন কেনুর খাল থেকে তাদের অপহরণ করা হয়। দস্যুরা তাদের মুক্তির জন্য মোটা অংকের মুক্তিপণ দাবি করেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অপহৃত পর্যটকরা ঢাকা থেকে আসা দুই পুরুষ এবং রিসোর্ট মালিক। তারা ‘গোল কানন’ নামে একটি রিসোর্টে বুকিং নিয়ে রাত যাপনের জন্য ওঠেন। বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন।
এ সময় সশস্ত্র দস্যুরা তাদের তুলে নিয়ে যায়। পরে দস্যুরা দুই নারী পর্যটককে রাতেই রিসোর্টে ছেড়ে দেয়, কিন্তু রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে।
বিজ্ঞাপন
জিম্মি পর্যটকদের মুক্তির জন্য দস্যুদের সঙ্গে দেনদরবার চলছে বলে জানা যায়। তবে মুক্তিপণ হিসেবে ঠিক কত টাকা দাবি করা হয়েছে, তা জানা যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়।
স্থানীয় বনবিভাগ কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বন সংলগ্ন এলাকায় এ ধরনের অপহরণের ঘটনা ঘটেছে। তবে কোন দস্যু বাহিনী এ ঘটনায় জড়িত তা এখনো নিশ্চিত নয়।
বিজ্ঞাপন
অপহরণের পর শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী রিসোর্ট এলাকায় কোনো পর্যটক যাতায়াত করেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আরও পড়ুন: যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, ঢাকা থেকে আসা দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধারে থানা, নৌপুলিশ এবং কোস্টগার্ড যৌথ অভিযান চালাচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় প্রশাসন, বনবিভাগ ও পুলিশ অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যাতে দ্রুতই অপহৃতদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।








