Logo

শ্রীমঙ্গলে বিজিবি’র কঠোর নজরদারি: সীমান্ত নিরাপত্তা ও নির্বাচন নিশ্চিতকরণ

profile picture
জেলা প্রতিনিধি
১৪ জানুয়ারি, ২০২৬, ১৬:০৫
শ্রীমঙ্গলে বিজিবি’র কঠোর নজরদারি: সীমান্ত নিরাপত্তা ও নির্বাচন নিশ্চিতকরণ
ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি-এর উদ্যোগে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেছে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন।

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসব কার্যক্রম জনসম্মুখে তুলে ধরতে বুধবার শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির ব্যবস্থাপনায় প্রেস ব্রিফিং করেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) ব্যাটালিয়ন ৪৬ বিজিবির ব্যবস্থাপনায় কর্তৃক বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এর আয়োজন করেন।

বিজ্ঞাপন

গত ১ নভেম্বর ২০২৫ থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২ জন আসামিসহ প্রায় ১৬৪ কোটি টাকার চোরাচালানী মালামাল এবং সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।”

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি প্রস্তুত। ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD