Logo

প্রবাসে নিভে গেল গৃহকর্মীর জীবন, দেশে ফেরেনি মরদেহ

profile picture
উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৪৯
প্রবাসে নিভে গেল গৃহকর্মীর জীবন, দেশে ফেরেনি মরদেহ
ছবি: প্রতিনিধি

সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কর্মরত এক বাংলাদেশি নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগে দিন কাটাচ্ছে তার পরিবার। পাঁচ দিন আগে মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় আছেন স্বজনরা। এ বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বিজ্ঞাপন

নিহত ওই নারীর নাম রংমালা (২৭)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষীপুর মিলপাড়া গ্রামের বাসিন্দা রফি গাজীর মেয়ে। কয়েক বছর ধরে সৌদি আরবে একটি বাসায় গৃহকর্মীর কাজ করছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের অল্প সময়ের মধ্যেই রংমালার স্বামী জিয়ারুল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। প্রায় নয় বছর আগে স্বামীকে হারানোর পর পরিবারে অভাব দূর করতে আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রংমালা। সেখান থেকেই উপার্জিত অর্থ পরিবারে পাঠাতেন তিনি।

বিজ্ঞাপন

পরিবারের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি যে বাসায় তিনি কাজ করতেন, সেই বাসার মালিক দম্পতি কুয়েতে ভ্রমণে যান। ওই সময় রংমালার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় গৃহকর্তার স্বজনরা বাসায় যান। সেখানে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশকে জানানো হলে দরজা ভেঙে ভেতর থেকে রংমালার মরদেহ উদ্ধার করা হয়।

মেয়ের আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার বাবা-মা। শেষবারের মতো সন্তানের মুখ দেখার আকুতি জানিয়ে তারা দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা চেয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হোক।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD