Logo

শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৭ জানুয়ারি, ২০২৬, ১৪:১০
শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ এলাকায় অবস্থিত উম্মে হাবিবা বানাত মহিলা মাদরাসার শিক্ষার্থী এবং আশপাশের অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মাদরাসা কক্ষে লালমনিরহাট জেলা পুলিশ সুপারের পক্ষে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় মাদরাসার মোহতামিম আশরাফুল ইসলাম বলেন, “শীতের এই সময়ে দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। লালমনিরহাট জেলা পুলিশ ও পুনাকের এই সহায়তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারে আসবে। আমরা এর জন্য কৃতজ্ঞ।”

বিজ্ঞাপন

গোয়েন্দা শাখার ওসি সাদ আহমেদ বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

স্থানীয়রা লালমনিরহাট জেলা পুলিশ ও পুনাকের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD