Logo

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের সমাধান ইসিকেই করতে হবে: খসরু

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৫ জানুয়ারি, ২০২৬, ১৭:৪৪
পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের সমাধান ইসিকেই করতে হবে: খসরু
আমির খসরু মাহমুদ চৌধুরী | ফাইল ছবি

পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ঘিরে সাম্প্রতিক যে বিতর্ক তৈরি হয়েছে, তার স্বচ্ছ ও গ্রহণযোগ্য সমাধান নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে আমির খসরু বলেন, এই পরিস্থিতি কেন তৈরি হলো—এর ব্যাখ্যা নির্বাচন কমিশনকেই দিতে হবে।

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, কমিশন শুধু ব্যাখ্যাই নয়, এ সমস্যার কার্যকর প্রতিকারও করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে।

তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই সবার প্রত্যাশা। দীর্ঘদিন ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা এখন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে নিজেদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়ার জন্য।

প্রার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে করা আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, যদি কোথাও নিরাপত্তার ঘাটতি থেকে থাকে, তাহলে এর দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে। প্রয়োজন হলে বিরোধী দল হিসেবে সহযোগিতাও করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ ও জবাবদিহিমূলক সরকার চায়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের মানুষ বর্তমান সংকটময় অবস্থা থেকে মুক্তি পেতে পারে। নির্বাচন যত বেশি স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে, তত বেশি জনগণের অধিকার নিশ্চিত হবে।

এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আহ্বান জানান, যেন তাদের ভূমিকা ও সিদ্ধান্ত কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD