Logo

জামায়াত জোটের জরুরি বৈঠক, রাত ৮টায় সংবাদ সম্মেলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৬, ১৬:২৫
জামায়াত জোটের জরুরি বৈঠক, রাত ৮টায় সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরে চলা জটিলতা এখনও সমাধান না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়া জরুরি বৈঠক ডেকে জামায়াতসহ বাকি ১০ দলের শীর্ষ নেতারা আজ (১৫ জানুয়ারি) আলোচনা করেছেন। বৈঠকের পর রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত এবং বিস্তারিত ঘোষণা করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত গণমাধ্যমকে এক নেতা জানান, রুদ্ধদ্বার বৈঠক চলছে। রাত ৮টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আজ দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদের এবং অন্যান্য শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল আসন সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা কাটিয়ে জোটের ভবিষ্যৎ নির্ধারণ করা। বিভিন্ন দফার আলোচনার পরও সমস্যার সমাধান না হওয়ায় এই জরুরি বৈঠক আহ্বান করা হয়।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকের সিদ্ধান্তের পর রাত ৮টায় সংবাদ সম্মেলনে জোটের চূড়ান্ত অবস্থান ও পরবর্তী কর্মসূচি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এভাবে, আসন বণ্টন নিয়ে রাজনৈতিক চাপ এবং জটিলতা দূর করতে রাতের সংবাদ সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD