Logo

চিকিৎসায় অবহেলার অভিযোগে ওসমানী হাসপাতালে সংঘর্ষ

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৭
চিকিৎসায় অবহেলার অভিযোগে ওসমানী হাসপাতালে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের তর্ক-বিতর্ক একপর্যায়ে ভাঙচুর ও মারামারিতে রূপ নেয়। এ ঘটনার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর স্বজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে প্রথমে নার্স ও শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তারা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর চালান এবং দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের ওপর হামলা করেন।

বিজ্ঞাপন

হামলার সময় এক নারী শিক্ষানবিশ চিকিৎসক হেনস্তার শিকার হন এবং কয়েকজন কর্মী মারধরের শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে থাকা ইন্টার্ন চিকিৎসকরা হামলায় জড়িত এক নারীসহ তিনজনকে আটক করেন। পরে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের পাল্টাপাল্টি মারধরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্টদের আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, এই হামলার ঘটনার পর থেকেই শিক্ষানবিশ চিকিৎসকরা নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন। ঘটনার বিষয়ে মামলা দায়ের করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদারসহ শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হাসপাতালের ভেতরে তর্ক ও মারামারির সংবাদ পেয়ে পুলিশের একাধিক দল দ্রুত সেখানে যায়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করা হয়েছে। হাসপাতাল এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD