Logo

পানছড়িতে প্রাথমিক শিক্ষা অফিসের বরণ, বিদায় ও মরণোত্তর সংবর্ধনা

profile picture
উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
১৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৩০
পানছড়িতে প্রাথমিক শিক্ষা অফিসের বরণ, বিদায় ও মরণোত্তর সংবর্ধনা
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বরণ, বিদায় ও মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জানুয়ারি) পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনিযুক্ত কর্মকর্তাদের বরণ, বিদায়ী কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা এবং প্রয়াত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানানো হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণি-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন।

অনুষ্ঠানে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুভায়ন খীসা-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বদলিজনিত কারণে বিদায়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এডিন চাকমা-কে শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের এক আবেগঘন পর্বে পানছড়ির প্রয়াত প্রধান শিক্ষক আথোয়াই মারমা-কে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে মরহুমের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। এছাড়া ২০২৬ সালে অবসর গ্রহণকারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘ ও গৌরবময় শিক্ষকতা জীবনের স্বীকৃতিস্বরূপ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের ভিত্তি। বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাঁদের মেধা ও শ্রম দিয়ে এই ভিত্তি সুদৃঢ় করেছেন। নবনিযুক্ত কর্মকর্তারা সেই ধারাবাহিকতা বজায় রেখে পানছড়ির শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবেন বলে আমি বিশ্বাস করি।”

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণি বলেন,

বিজ্ঞাপন

“শিক্ষক ও কর্মকর্তাদের পারস্পরিক মেলবন্ধন কাজের গতি বাড়াবে। আমরা সবাই মিলে পানছড়ি উপজেলাকে প্রাথমিক শিক্ষায় একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD