জনবাণীর ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে জীবননগরে কেক কাটা ও আলোচনা সভা

দৈনিক জনবাণী পত্রিকার ৩৪ বছর পেরিয়ে ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে জীবননগর শহরের থ্রি স্টার হোটেল এর কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার প্রধান সম্পাদক নুর হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক নুর আলম, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবকণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সালাউদ্দিন কাজল।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী টেলিভিশনের জীবননগর উপজেলা প্রতিনিধি আকিমুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এম আই মুকুল, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ূন আহমেদ, সাংবাদিক মুতাচ্ছিন বিল্লাহ ও হাসান নিলয়সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক জনবাণী পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি ও জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর জামাল হোসেন খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যুগান্তর পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি ও জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী শামসুজ্জামান চঞ্চল।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক জনবাণী দেশের গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও পত্রিকাটি দেশ ও জনগণের পক্ষে সাহসী ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।








