Logo

থানচিতে দৈনিক জনবাণীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

profile picture
উপজেলা প্রতিনিধি
বান্দরবান
১৯ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৬
থানচিতে দৈনিক জনবাণীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন
ছবি প্রতিনিধি।

দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানের থানচিতে আলোচনা সভা ও কেক কাটার কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটির যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) সকালে দৈনিক জনবাণীর ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানের সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অংপ্রু ম্রো ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান উবামং মারমা প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে জাতীয় দৈনিক জনবাণী দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে থানচিতে। আগামীতেও জনবাণী পত্রিকা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে জাতীয় দৈনিক জনবাণীর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD