পীরগাছায় দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে পথচলার ৩৫ বছর পর্দাপন উপলক্ষে রংপুরের পীরগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেলে পীরগাছা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পীরগাছা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সীর সভাপতিত্বে এবং দৈনিক জনবাণী পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি এম. এ. হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।
প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম ডালেজ বলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দৈনিক জনবাণী প্রশংসার দাবিদার। তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাহসী ভূমিকা রেখে পত্রিকাটি আগামীতেও গরিব ও খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে—এমনটাই প্রত্যাশা।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রকাশক, সম্পাদক, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক জনবাণী ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি শাহ কামাল ফারুক লাবু, দৈনিক করতোয়া প্রতিনিধি এম. খোরশেদ আলম, দৈনিক যুগের আলো প্রতিনিধি হারুন অর রশিদ, মাই টিভি প্রতিনিধি খুরশীদ আলম, প্রথম খবর প্রতিনিধি শাহ জাহান সিরাজ মাসুদ, বিনোদন ধারা প্রতিনিধি হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
বিজ্ঞাপন
আলোচনা সভা শেষে দৈনিক জনবাণীর উত্তরোত্তর সাফল্য, দেশের গণমাধ্যমের অগ্রগতি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।








