রামগতিতে দৈনিক জনবাণীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লক্ষ্মীপুরের রামগতিতে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় দৈনিক "জনবাণী" পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) সকালে রামগতি প্রেসক্লাবে কেক কেটে আলোচনা সভার সুচনা করা হয়।
উপজেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রামগতি প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল এস টিভির প্রতিনিধি মুহাম্মদ নিজাম উদ্দিন, পৌর জামায়াতে ইসলামের আমির মাওলানা আবুল খায়ের, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলা, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ দিদার উদ্দিন, দৈনিক কালের কন্ঠের রামগতি-কমলনগর প্রতিনিধি আমানত উল্লাহ, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি এম এ এহসান রিয়াজ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি গোলাম রাব্বানী, দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহরিয়ার কামাল, দৈনিক খবর প্রতিনিধি মনিরুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাবিনা ইয়াসমিন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক জনবাণীর উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৈনিক জনবাণী দেশের উন্নয়নে ভুমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।








