Logo

মধুখালীতে অস্ত্র তৈরী কারখানায় অভিযান, একজন আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
ফরিদপুর
২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫৪
মধুখালীতে অস্ত্র তৈরী কারখানায় অভিযান, একজন আটক
ছবি প্রতিনিধি।

ফরিদপুরের মধুখালীতে এক অবৈধ অস্ত্র তৈরীর কারখানায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) মধুখালী আর্মি ক্যাম্পে স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে আর্মি ক্যাম্পের ১৫ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন ও মধুখালী থানা পুলিশ, উপজেলার ডুমাইন ইউনিয়নের জান নগর গ্রামের অবৈধ অস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরি সরঞ্জামসহ অস্ত্র তৈরির কারিগর বাদল সরকার নামে একজনকে আটক করেছে।

এ সময় ঐ অস্ত্র তৈরির কারখানা থেকে ১টি পাইপ গান ১টি শটগান কার্তুসসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়, এছাড়া যৌথ বাহিনীর তল্লাশিতে কারখানা থেকে ১৪ টি রিকওয়েল স্প্রিং, ২টি হেমার, ১টি ড্রিল মেশিন ১টি প্লেয়ারস ১টি ব্লয়াসসহ অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সেনা ও থানা সূত্রে জানা যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য স্থানীয় দুর্বৃত্তরা বাদল সরকারের কাছে অস্ত্রের অর্ডার সরবরাহ করেছিল, আটককৃত বাদল সরকারের নামে ইতিপূর্বে সংশ্লিষ্ট অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

আইনি প্রক্রিয়ায় আটককৃত বাদল সরকারও উদ্ধারকৃত অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সেনাবাহিনী মধুখালী থানায় হস্তান্তর করলে, অস্ত্র আইন ১৮৭৮ /১৯ এ ধারায় মামলা দিয়ে আটকৃত ব্যক্তিকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD