Logo

২৭ নভেম্বরেই জকসু নির্বাচনের দাবি শাখা ছাত্রশিবিরের

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩ নভেম্বর, ২০২৫, ১৫:০৪
29Shares
২৭ নভেম্বরেই জকসু নির্বাচনের দাবি শাখা ছাত্রশিবিরের
ক্যাম্পাস প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন যথাসময়ে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের নিকট পাঠানো এক স্মারকলিপিতে সংগঠনটি জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বর ২০২৫ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই বলে দাবি করেছে তারা।

স্মারকলিপিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্নের অপচেষ্টা।”

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, “বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হবে, এরপর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তীতে শীতকালীন ছুটি থাকায় ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব হবে না।”

স্মারকলিপিতে সংগঠনটি দাবি জানায়, ২৭ নভেম্বরেই জকসু ও হল সংসদের নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD