চাঁদপুরে বাউবির নতুন অফিস ভবনের উদ্বোধন, শিক্ষার প্রসারে নতুন অধ্যায়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় সেনগাঁও, আশিকাটি ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
উপাচার্য লাল ফিতা কেটে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং দেয়ালে ফলক উন্মোচন করেন। প্রধান অতিথি বলেন, ‘উপ-আঞ্চলিক কেন্দ্রগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ সহজতর করবে। এখন থেকে এম.এ কোর্স সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হচ্ছে, শিক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে পাঠগ্রহণ করতে পারবে।’
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, ‘শিক্ষা সহজলভ্য করার পাশাপাশি মানসম্পন্ন শিক্ষার নিশ্চয়তা দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে ৬৭টি প্রোগ্রাম চালু আছে এবং নতুন দক্ষতা ভিত্তিক কোর্সও সম্প্রসারণ করা হচ্ছে।’ অনুষ্ঠানে ৭২ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা রেজা মাহবুব আলফুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা.শামীম।
বিজ্ঞাপন
উদ্বোধনের পর উপাচার্য ও অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানটিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।








