Logo

ঢাবির পাঁচ ভবনে রাতের আঁধারে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ নভেম্বর, ২০২৫, ১৫:৩২
37Shares
ঢাবির পাঁচ ভবনে রাতের আঁধারে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ
ছবি: সংগৃহীত

আগামী ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে পাঁচটি একাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতের এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখার পাঁচটি স্থাপনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

তালাবদ্ধ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে- চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন। তালাবদ্ধ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে ওই স্থানগুলোর ছবি শেয়ার করে লকডাউন সফল করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল- চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এর আগে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় দলীয় লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহিংস কার্যক্রম চালিয়ে আসছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমরা ইতোমধ্যে কিছু তথ্য পেয়েছি, তবে সম্পূর্ণ তথ্য এখনো হাতে আসেনি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তদন্ত চলছে এবং সব তথ্য হাতে আসার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ক্যাম্পাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের চিহ্নিত করার কাজ চলছে। আজকের মধ্যেই সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই পদক্ষেপে আশা করা হচ্ছে, তালাবদ্ধ ভবনগুলো দ্রুত খোলা হবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারবে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD