Logo

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৮:০০
93Shares
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন
ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার সিরাজগঞ্জের স্বনামধন্য খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে চারদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ. মীর মোহাম্মদ আমজাদ হোসেনের স্মৃতিচারণ ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ডা. মো. সাইফুল ইসলাম, উপদেষ্টা ও প্রফেসর এমেরিটাস ড. হোসেন রেজা, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর আহসানউল্লাহ হাবিব, এ্যাডভাইজার ইন্টারন্যাশনাল রিলেশনস, পরীক্ষা নিয়ন্ত্রক, ডীনগন, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের উদ্বোধনের পর যমুনা হল মাঠে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ বনাম ব্যবসায় প্রশাসন বিভাগের মধ্যকার ফুটবল ম্যাচের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।

বিজ্ঞাপন

একইসঙ্গে মুক্তমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে শিক্ষার্থীরা সংগীত, বিতর্ক, নৃত্য ও নাট্য প্রদর্শনী উপস্থাপন করেন। চারদিনব্যাপী এ আয়োজনে ফুটবল, ক্রিকেট, লুডু, দাবা, ক্যারামসহ ছেলে ও মেয়েদের জন্য মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষ দিনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের ক্লাবকার্যক্রমের কোঅর্ডিনেটর প্রফেসর আবু তোরাব মো: হাসান বলেন, “ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দলীয় সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে, যা তাদের ভবিষ্যৎ সাফল্যে ইতিবাচক প্রভাব ফেলবে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD