Logo

তিতুমীর কলেজে ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করলেন ছাত্রদল নেতা সূর্য

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২০ নভেম্বর, ২০২৫, ১৪:২৫
27Shares
তিতুমীর কলেজে ন্যাপকিন ভেন্ডিং মেশিন  স্থাপন করলেন ছাত্রদল নেতা সূর্য
ক্যাম্পাস প্রতিনিধি

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য।

বিজ্ঞাপন

সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে পুরাতন বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় কমনরুমে স্থাপিত এ মেশিন থেকে নারী শিক্ষার্থীরা স্বল্প মূল্যে এ সেবা পাবেন। যেখানে বাজারমূল্য থেকে কম টাকায় প্যাড পাওয়া যাবে।

এ বিষয়ে নোবেল ইসলাম সূর্য বলেন, ‘তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একাডেমিক এলাকায় এই প্রথম স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করলাম, ইনশাআল্লাহ! সামনের দিনে প্রতিটি ভবনে একটি করে স্থাপন করব।’

বিজ্ঞাপন

আমাদের এমন কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি। কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের এমন চাহিদা পূরণে সদিচ্ছা আমি দেখি না। তাই নিজেদের সামান্য উদ্যোগ থেকে এই প্রচেষ্টা নিয়েছি। আগেও অনেক করেছি ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই বলেন যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য।

তিনি বলেন, ‘আমরা এক বছর ধরে শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করেছি। সেটার ধারাবাহিকতায় আমরা আজকে নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছি।’

বিজ্ঞাপন

তিতুমীর কলেজর বিভিন্ন বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থী এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বিশ্ববিদ্যালয় জীবনে নারীদের জন্য স্বাস্থ্যসচেতন পরিবেশ তৈরি করা খুবই জরুরি।

তারা আশা প্রকাশ করেন, শুধু মেশিন বসানোই নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ভেন্ডিং মেশিন সচল রাখার বিষয়েও কর্তৃপক্ষ ও সংগঠনকে দায়িত্বশীল হতে হবে।

ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় এটি একটি নতুন সংযোজন যা নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে প্রয়োজনীয় সুবিধা তৈরি করবে, এ জন্য সূর্যকে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রতিদিন অনেক নারী শিক্ষার্থী এসব অ্যাকাডেমিক ভবনে যাতায়াত করেন, যার মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। এমন পরিস্থিতিতে ভেন্ডিং মেশিন স্থাপন তাদের দৈনন্দিন জীবনে সহায়ক হবে, তাদের কষ্ট করে ক্যাম্পাসের বাহিরে যাওয়া লাগবে না।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

তিতুমীর কলেজে ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করলেন ছাত্রদল নেতা সূর্য