Logo

চবিতে চারদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ১ ডিসেম্বর

profile picture
জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর, ২০২৫, ১৭:০১
8Shares
চবিতে চারদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু ১ ডিসেম্বর
ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশন: সেইফগার্ডিং ওশান হারমোনি’ শীর্ষক চারদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশের ২০০–এর বেশি গবেষক ও বিশেষজ্ঞের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনকে চবির সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সসের সভাকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও কর্মপ্রক্রিয়া তুলে ধরেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি জানান, চারদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে মূল থিমের পাশাপাশি আরও সাতটি সাব-থিমে গবেষণা উপস্থাপন, আলোচনা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকবে।

আহ্বায়ক অধ্যাপক ড. আফতাব বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকরা এতে অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময় ভবিষ্যতে গবেষণা সহযোগিতা, আন্তর্জাতিক প্রজেক্ট ও উন্নত শিক্ষার নতুন দিগন্ত খুলে দেবে বলে আমরা আশাবাদী।’

তিনি আরও জানান, সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বিজ্ঞাপন

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও উপ-উপাচার্যদ্বয়ও বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সসের অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহযোগী অধ্যাপক আয়শা আক্তার, ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ নেছারুল হক।

বিজ্ঞাপন

চবি প্রশাসন ও আয়োজকরা জানান, আন্তর্জাতিক এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক গবেষণা ও ব্লু ইকোনমি–সংক্রান্ত সম্ভাবনা আরও শক্তিশালীভাবে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপিত হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD